মঙ্গলবার, ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য আজও ভিড় করেছেন যাত্রীরা

প্রকাশঃ

লকডাউনের মধ্যে গত ১৭ এপ্রিল থেকে সৌদি প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ এপ্রিল) ভোর থেকেই সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিট নেওয়ার জন্য ভিড় করেছেন প্রবাসী যাত্রীরা।

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় ফটকের সামনে তারা অপেক্ষা করছেন টিকিটের জন্য। এ সময় যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।

জানা গেছে, টিকিটের জন্য ভোর থেকেই সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করতে থাকেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের লাইন আরও দীর্ঘ হতে দেখা যাচ্ছে।

এদিকে গত শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রবাসীদের টিকিট দেওয়া শুরু করেছে। গত ১৪ এপ্রিল থেকে যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে। সোমববার (১৮ এপ্রিল) সৌদি প্রবাসীদের ১৯ ও ২০ এপ্রিলেরর যাত্রীদের টিকিট দেওয়া হয়েছে। একইভাবে মঙ্গলবারও অপেক্ষারত যাত্রীদের পূর্ববর্তী ও পরবর্তী তারিখের টিকিট দেওয়া হবে। তবে মঙ্গলবার নতুন করে টোকেন দেওয়া হবে। পরবর্তী সময় তাদের টিকিট দেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ