শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪’ -এ লীড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রকাশঃ

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করার লক্ষ্যে গত ২৬ অক্টোবর ২০২৪ তারিখে ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, লীড ব্যাংক হিসেবে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে দেশের সকল তফসিলি ব্যাংকের ময়মনসিংহে অবস্থিত শাখাসমূহের আয়োজনে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা টাউন হলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবউল হক। ময়মনসিংহে অবস্থিত সকল তফসিলি ব্যাংকের শাখাপ্রধান এবং ৪২টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের পরিচালক মোঃ এনামুল করিম খান ও বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান। সভায় বক্তারা স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহবান জানান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ