দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য সম্পর্কে গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৬১ হাজার ৫২৭ টাকা দরে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি বিক্রি মূল্য ছিল ৬০ হাজার ৩৬১ টাকা।
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি হবে ৫৯ হাজার ১৬৪ টাকা দরে। আগে এ মানের প্রতি ভরি সোনার বিক্রি মূল্য ছিল ৫৮ হাজার ২৮ টাকা। আর ১৮ ক্যারেটের সোনা ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৫৪ হাজার ১১৭ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরি প্রতি দাম ছিল ৫৩ হাজার ১৩ টাকা।