বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের সেবা কার্যক্রম সোমবার (১৭) থেকে আবার চালু হচ্ছে। এদিন থেকে বিআরটিএ-এর প্রধান কার্যালয়সহ দেশের সব সার্কেল অফিসে সেবা কার্যক্রম চালু থাকবে।
রবিবার (১৬ মে) রাতে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো গেছে।
আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৭ মে) থেকে বিআরটিএ-এর সকল বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ ছিল। এর পর গত ৯ মে থেকে দেশের সব মেট্রো ও জেলা সার্কেল অফিসে জরুরি সেবা কার্যক্রম চালু করে সংস্থাটি। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করতে যাচ্ছে বিআরটিএ।