মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হচ্ছে বিআরটিএ’র সেবা

প্রকাশঃ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ধরনের সেবা কার্যক্রম সোমবার (১৭) থেকে আবার চালু হচ্ছে। এদিন থেকে বিআরটিএ-এর প্রধান কার্যালয়সহ দেশের সব সার্কেল অফিসে সেবা কার্যক্রম চালু থাকবে।

রবিবার (১৬ মে) রাতে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশ শেখর বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানানো গেছে।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সোমবার (১৭ মে) থেকে বিআরটিএ-এর সকল বিভাগীয় ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেবা কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল কঠোর লকডাউনের ঘোষণার পর থেকে বিআরটিএ-এর সব কার্যক্রম বন্ধ ছিল। এর পর গত ৯ মে থেকে দেশের সব মেট্রো ও জেলা সার্কেল অফিসে জরুরি সেবা কার্যক্রম চালু করে সংস্থাটি। এবার স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের সেবা চালু করতে যাচ্ছে বিআরটিএ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ