ফোরজি নেটওয়ার্ক-এর দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে প্রয়োজন ফোরজি সমর্থিত স্মার্টফোন। সাধ ও সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের দেশী-বিদেশী ব্র্যান্ডের বেশকিছু ফোরজি স্মার্টফোন। সে রকম কয়েকটি স্মার্টফোনের ফিচার ও মূল্য দেওয়া হলো:
হুয়াওয়ের নোভা থ্রিআই: নোভা থ্রিআই ৬.৩ ইঞ্চির ২.৫ডি কার্ভড ফুলভিউ আইপিএস ডিসপ্লের এ ফোরজি হ্যান্ডসেটে ১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২৪ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যামের নোভা থ্রিআইতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরী, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। হুয়াওয়ের নিজস্ব এআই প্রযুক্তি সমর্থিত হাইসিলিকন কিরিন ৭১০ প্রসেসর সংবলিত ডিভাইসটির দাম ২৬ হাজার ৯৯০ টাকা।
ওয়ালটনের প্রিমো এইচ৭এস: প্রিমো এইচ৭এস ৫.৪৫ ইঞ্চি ফুলভিউ আইপিএস ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের এ হ্যান্ডসেটে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরী, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেল রিয়ার ও সফট-এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) চালিত এ হ্যান্ডসেটের দাম ৮ হাজার ৯৯৯ টাকা।
ওয়ালটনের প্রিমো জিএফ৭: প্রিমো জিএফ৭ ৫.৩৪ ইঞ্চি ফুলভিউ আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১.২৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র্যামের এ হ্যান্ডসেটে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরী যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেল রিয়ার ও সফট-এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) চালিত ডিভাইসটির দাম ৫ হাজার ৯৯৯ টাকা।
সিম্ফনির ইনোভা: সিম্ফনির ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এ ফোরজি স্মার্টফোনে ১.৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরী, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট চালিত এ স্মার্টফোনে ডুয়াল ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত ডিভাইসটির দাম ৮ হাজার ৩৯০ টাকা।