শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হজপালন শেষে সৌদি থেকে ১ হাজার ৯৪২ হাজি দেশে ফিরেছেন

প্রকাশঃ

পবিত্র হজ পালন শেষে গতকাল ১৭ আগস্ট (শনিবার) থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে মোট ১ হাজার ৯৪২ জন হাজি দেশে ফিরেছেন।

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে গতকাল (শনিবার) বাদ জোহর ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিন প্রত্যক্ষ করার জন্য মক্কা হতে মদিনা আল-মুনাওয়ারার উদ্দেশে যাত্রা করে রাত ৮টায় মদিনায় পৌঁছেন বলে জানা গেছে। এ সময় মদিনার মৌসুমে হজ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ