রবিবার, ২৬শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হজযাত্রীদের টিকা কার্যক্রম ও স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রকাশঃ

চলতি বছর পবিত্র হজ পালনে গমনেচ্ছুক হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্যসনদ সংগ্রহে রাখতে বলা হয়েছে।

গতকাল রোববার থেকে ঢাকা মহানগরীর নয়টি হাসপাতাল ও ক্লিনিকে এ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে অন্যান্য জেলার হজযাত্রীদের বিভাগীয় শহরে সরকারি হাসপাতাল, জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এসব টিকা দেয়া হচ্ছে। এছাড়া গাজীপুরের হজযাত্রীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেয়ার ব্যবস্থা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাকেন্দ্রে যাওয়ার সময় সংশ্লিষ্ট হজযাত্রীদের সরকারি হাসপাতাল কিংবা সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে বুকের এক্স-রে, ইসিজি, রক্তের গ্রুপ, ইউরিন আর/ই, ব্লাড সুগার পরীক্ষার প্রতিবেদন নিয়ে যেতে। এছাড়া গত তিন মাসের মধ্যে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর প্রতিবেদন সঙ্গে রাখতে বলা হয়েছে। তাদের নতুন করে এসব পরীক্ষার প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।

এছাড়া বেসরকারি হজযাত্রীদের স্ব স্ব হজ এজেন্সির মাধ্যমে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি এবং সরকারি হজযাত্রীদের নিকটস্থ রেজিস্ট্রেশন সেন্টার (ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইউডিসি, আশকোনাস্থ হজ অফিস) থেকে ই-হেলথ প্রোফাইল ফরমের প্রিন্ট কপি অথবা নিবন্ধন সনদ নিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকা মহানগরীর হজযাত্রীরা যেসব স্বাস্থ্যকেন্দ্রে টিকা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাপাড়ার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।

এদিকে ঢাকার আশকোনা হজ কার্যালয় মেডিকেল সেন্টারে ৩০ জুন থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। অন্য সব জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এই কেন্দ্রগুলো থেকে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্যসনদ সংগ্রহ করবেন।

50% Discount CAP Study Guides For ISC Certification

Li ISC CAP Study Guides Lao stick pours wine to Erdongzi. When Li Canran walked over, the ISC Certification CAP CAP – Certified Authorization Professional boy was watching CAP Study Guides the big ISC Certification CAP Study Guides yellow dog sighing and his eyes were helpless. Take them away. If you don t have the skills, then Lu ISC CAP Study Guides Song has to stay here.

Really is not ISC CAP Study Guides afraid of death ah You do not know that battle That solemn kind of solemn kind of bold eyes, a square of soldiers are ISC Certification CAP this look, for you dare you You always think that the Chinese army soldiers on the Tulbagh machine, but you really do not understand this truth only simple soldiers, soldiers who are CAP Study Guides daring to death, is the real http://www.examscert.com soldier. All members of the peacekeeping force must first sign that Life and death is the truth in ISC CAP Study Guides many cases, beaten. CAP – Certified Authorization Professional He still after a long time, said I am sick, check out the last visit to the house. However, I am not impressed by the standing committee of the brigade.A winter, we walk in the northeast mountain range long range raid comprehensive exercise, the snow is really so deep knees.

Twelve silver, can save twenty life These words are moved by all the same.Su Shun ISC CAP Study Guides moved too almost lost his tears. ISC Certification CAP The first military aircraft at these innocent people steady, arranged to ISC CAP Study Guides stay in an inn, this hurriedly presented the emperor to the emperor. You leave the body back ISC CAP Study Guides to the Department of the Department, the Department will not send you off. According to the official system of Qing Dynasty, four officials following the quasi four lift the blue it sedan chair, commonly known as four lift the sedan chair more than three officials Quasi eight lift green it sedan chair, commonly known as eight lift http://www.testkingdump.com/CAP.html ISC CAP Study Guides sedan. Tseng Kuo fan curiously asked That CAP – Certified Authorization Professional official The man suddenly widened his eyes, shouted in general thunder Bastard thing, CAP Study Guides you ask the system to go Zeng Guofan downtown no face. Bearers are naturally happy.Walked, Zeng Guofu suddenly heard someone listening to the front of the car but sitting in the car to go to Jiangxi provincial examinations had adults Zeng Guofan opened the car curtain and saw a runner legs standing with his fork in front asked.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ