হজের মওসুমে সম্মানিত হজযাত্রীদের পরিবহন সুবিধা দিতে বাংলাদেশ বিমানকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস প্রদান করেছে এক্সিম ব্যাংক। গত (২৮ এপ্রিল, ২০২৫) বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় বলাকায় এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন যুগ্মসচিব ও বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন মোহাঃ আব্দুর রফিক এর কাছে বাসটি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের মোটর ট্রন্সপোর্ট এর ডিজিএম মাসুদ পারভেজ রানা, এক্সিম ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েট এর বিভাগীয় প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জুলকারনাইন এবং কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।