বুধবার, ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হজের আগে মদিনা জিয়ারতকারীদের দেশে ফেরার নতুন নির্দেশনা

প্রকাশঃ

হজের আগে মদিনা জিয়ারত সম্পন্ন করা হজযাত্রীদের দেশে ফেরার ব্যাপারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী এ ধরনের হজযাত্রী হজ শেষে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন না।

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখার সহকারী সচিব এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হজযাত্রী হজের আগে মদিনা আল মোনাওয়ারা জিয়ারত সম্পন্ন করবেন, তাঁদের ক্ষেত্রে কোনোক্রমেই হজের পর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যাবে না। যদি কোনো সংস্থা এরূপ ব্যবস্থা নেয়, তবে সে ক্ষেত্রে ওই হজযাত্রীদের দেশে প্রত্যাবর্তনের সব দায়দায়িত্ব ওই সংস্থার ওপর বর্তাবে।

২০২০ সালের হজযাত্রী ব্যবস্থাপনাকারী সব এজেন্সির উদ্দেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এজেন্সি এর ব্যত্যয় করলে এবং হাজিরা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ