বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হজ্জ ব্যবস্থাপনা বিষয়ে হাব প্রতিনিধির সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

হজ্জ ব্যবস্থাপনা বিষয়ে হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার রাজধানীর হোটেল পুর্বাণী ইন্টারন্যাশনালে আয়োজিত সভায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী এবং মহাসচিব এম শাহাদত হোসাইন তসলিম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় হাব এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি হজ্জ সেবা সম্পর্কিত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, হাব এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন এবং অর্থ সচিব আলহাজ্জ মাওলানা ফজলুর রহমান সহ হাব এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্, মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, মোঃ মুজিবুল কাদের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ এবং বিভিন্ন শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ব্যাংকের বিভিন্ন উন্নত সেবার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একটি হজ্জ ব্যাংক হিসেবেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। হজ্জযাত্রীদের সেবার ক্ষেত্রে এ ব্যাংক সর্বোচ্চ গুরত্বারোপ করে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি বিশেষ হজ্জ সেবা সেল, হজ্জ কার্ডসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান।

সভায় বক্তাগণ আসন্ন হজ্জ মৌসুমে বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া তার বক্তব্যে হজ্জযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের অবদানের কথা উল্লেখ করেন। হাব মহাসচিব এম শাহাদত হোসাইন তসলিম হজ্জযাত্রীদের সুবিধার্থে ব্যাংকগুলোর সেবার মানোন্নয়নের আহ্বান জানান। সভাপতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য হাব এর সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অতীতেও হাব এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হজ্জযাত্রীদের সেবায় যৌথভাবে কাজ করেছে। এ সুসম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে পবিত্র হজ্জ-এর প্রাক্ নিবন্ধন ও নিবন্ধন কার্যক্রম এর টাকা জমা দেয়া যাবে। সেই সঙ্গে হাজীদের সুবিধার্থে প্রতিটি শাখায় বিশেষ হজ সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবা দেয়া হবে। এছাড়া হজ্জ মৌসুমে ব্যাংকের পক্ষ থেকে হজ্জবুথ, হজ্জ কার্ড, এনডোর্সমেন্ট, হজ্জ গাইড, বৈদেশিক মুদ্রা বিনিময় ইত্যাদি নানাবিধ সেবা প্রদান করা হবে।

C++ Institute CPP Practice Test Covers All Key Points

C++ Institute CPP Practice Test C++ Institute CPP Practice Test This man CPP Practice Test I live to this age, is C++ Certified Associate Programmer CPP Practice Test off will not correct people, has always C++ Institute CPP Practice Test been a matter of public affairs. Two people into the study, see Zeng Guofan is looking at the Qing law in C++ Certified Professional Programmer front of the eight lines C++ Certified Associate Programmer CPP of paper, ink is also studied well, obviously want to write something. Chen so C++ Institute CPP Practice Test called civil suffering, this one also.Second, thieves too many people, good people are also safe.

Shengdada did not come out C++ Institute CPP Practice Test that night, but offered two hundred and twenty silver for each participant. The next C++ Institute CPP Practice Test day, prefect Yamen sent a hundred soldiers, but also for the CPP Practice Test five examiners each prepared a yellow satin chair on behalf of the meaning of imperial life, in front of a C++ Certified Professional Programmer row of ceremonies, plus a gong to avoid the card, flag also hit Dazzling. Zeng Guofan affectionately called soon the old brother , then went on Let s change the bar, casual conversation. What C++ Institute CPP Practice Test Zeng Guofan called a Lengzheng, quickly sedan, mouth Road, Li Bao, Liu Heng, leading the way CPP Practice Test Tseng Kuo fan went to the front to see if he saw a white haired man, matted beard, dressed in a yellow jacket, sitting in a wooden chair on the street, his eyes staring straight at the team. Chang Da Chun C++ Certified Associate Programmer CPP smile with a loud voice You want so long term loss we still eat pickles and so on.

Almost CPP Practice Test everyone in C++ Institute CPP Practice Test C++ Institute CPP Practice Test the office is C++ Certified Professional Programmer crying. Yesterday, C++ Certified Associate Programmer CPP Cheng Gang had faxed the divorce C++ Certified Associate Programmer CPP Practice Test agreement to New York. He C++ Institute CPP Practice Test calmly sat C++ Institute CPP Practice Test there and smiled at me, saying hello.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ