সোমবার, ৭ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হজ পারমিট ছাড়া আরাফাত-মিনায় প্রবেশ নিষিদ্ধ

প্রকাশঃ

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছর শুধু মাত্র ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৩ হাজার সৌদি নাগরিক ও ৭ হাজার দেশটিতে বসবাসরত ১৬০ দেশের নাগরিক।

তবে এবার হজের পারমিট ছাড়া মক্কার মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে সৌদি হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২০ জুলাই ) থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কার আরাফাত, মিনা ও মুজদালিফা এলাকায় যেতে পারবেন না। এ নির্দেশনা অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

গত রোববার (১৯ জুলাই) মক্কার ইউনিফর্ম সেন্টারে হজ নিরাপত্তা বাহিনীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন হজ উপলক্ষে এরই মধ্যে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হজের নিরাপত্তা বাহিনীর প্রধান মেজর জেনারেল জায়েদ আল তাওইয়াইন।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ