শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হাঁপানি রোগীর শ্বাসকষ্ট কমানোর কিছু ঘরোয়া উপায়

প্রকাশঃ

অ্যাজমা বা হাঁপানি রোগীর শ্বাসনালী অতিরিক্ত সংবেদনশীল ফলে কোনো উত্তেজক যেমন ধুলা, সিগারেটের ধোঁয়া, ঘরের ঝুল, ঠান্ডা লাগা, ফুলের রেণু বা পশুপাখির সংস্পর্শে আসা ইত্যাদি হঠাৎ করে শ্বাসনালী সংকুচিত করে প্রচন্ড শ্বাসকষ্টের সৃষ্টি করতে পারে। রোগীর শ্বাসনালীর পথ স্বাভাবিক থেকে সরু হয়ে যায়, ফলে ফুসফুসে বাতাস প্রবেশের পথে বাধার সৃষ্টি হয়। এতে বুকের মধ্যে শোঁ শোঁ শব্দ হয়, শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয়, কাশি হয়, বুকে ভার হয়ে চেপে আসে। এই আক্রমণ মৃদু আকারে দেখা দিলে সামান্য ওষুধ বা ওষুধ ছাড়াই ভালো হয়ে যেতে পারে। আবার মারাত্মক আকার ধারণ করে রোগীর মৃত্যুরও কারণ হতে পারে। সঠিক চিকিৎসা হলে এ ধরনের মৃত্যুর ৯০% রোধ করা সম্ভব। তবে এটি একটি নিয়ন্ত্রণ যোগ্য রোগ। ঘরোয়া কিছু উপায়ে হাঁপানিজনিত শ্বাসকষ্ট অনেকাংশ কমানো যায় ।যেমন-

– হাঁপানি সমস্যা নিরাময়ের জন্য মধু খুবই কার্যকর।বিশেষজ্ঞদের মতে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ চামচ মধুর সঙ্গে সামান্য দারচিনির গুঁড়া মিশিয়ে খেলে শ্বাসকষ্ট অনেক কমে যাবে। হাঁপানি ছাড়া সর্দি-কাশি সারাতেও এই মিশ্রণ দারুণ কাজ করে।

– পানির মধ্যে এক টুকরো আদা দিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার এই মিশ্রণ সামান্য ঠাণ্ডা করে খেয়ে নিন। শুধু হাঁপানি নয়, সর্দি-কাশির সমস্যা দূর করতেও আদার রস খুবই উপকারী।

– এক কাপ দুধের মধ্যে ৪ কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। কিছুটা ঠাণ্ডা করে ওই রসুন-দুধের মিশ্রণ খেয়ে নিন। ফুসফুসের যে কোনও রোগ নিরাময়ে এটি কাজ করে।

– লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ১ গ্লাস পানির মধ্যে একটা গোটা লেবুর রস আর সামান্য চিনি দিয়ে রোজ খেতে পারলে হাঁপানির কষ্ট অনেকটাই কমে যাবে।

– শ্বাসকষ্ট দূর করতে কাঁচা পেঁয়াজ খেয়ে দেখতে পারেন।

– হাঁপানি সমস্যা নিরাময়ের ক্ষেত্রে ল্যাভেন্ডার তেল খুবই কার্যকরী। ১ কাপ গরম পানির মধ্যে ৫ থেকে ৬ ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে ধীরে ধীরে ভাপ নিন। দ্রুত উপকার পাবেন। সূত্র : জি নিউজ

Microsoft 070-480 Exam : Programming in HTML5 with JavaScript and CSS3

People are cheating, what kind of brine do you drink finally selected Guo Jianguang head. Zhu Li took the initiative and 070-480 Exam did not Programming in HTML5 with JavaScript and CSS3 work overtime tomorrow. How can you expect your will Will the descendants who are on an equal footing with you Microsoft 070-480 Exam be a smiling, http://www.passexamcert.com/070-480.html Microsoft 070-480 Exam uncooked copper pea You can create Microsoft 070-480 Exam a Microsoft 070-480 Exam village, but you can t predict your descendants the great man can hardly expect that Microsoft Windows Store apps 070-480 his successor is something, I am afraid it is also a worldwide law.

Xiao Qin also sounds like tears, the more Aunt sister who looked at her tears, the more praise this look dumbfounded well behaved daughter the more praise good daughter, the Microsoft 070-480 Exam more daughters the more to cry the more she cried, The more Microsoft 070-480 Exam they laugh the more they laugh, the more they remember the day and night in their bed the more they think about the day and night in bed, the more afraid they are to look at their aunts and daughters the less Dare to see the aunts and daughters of the eldest sister, the aunts and daughters who feel her modest and cautious, do not boast of themselves, more lovely the more people dare not mention Caili sister, the more she heard her that can not pick the chopsticks and silkworm Sister compared. Show children without careful discernment, only to conceal the hatred of hate suddenly burst out, simply grabbed the bowl of noodles, desperate to throw at http://www.examscert.com/070-480.html him, and then lose their wisdom to start Programming in HTML5 with JavaScript and CSS3 coarse porcelain bowl, as the old social man We melon cap, trying to wear on the top of cream. He said Remember the elderly people have said that the more difficult our comrades are, the more they will 070-480 Exam see achievements and the more they see light and the more they will be humorous. The official position is not the size of the Yamen not fat, Microsoft Windows Store apps 070-480 poor temple partial abound abbot, loess planing BRIC, the key in your mental state, cheer up the dismal management, may not be able to make a living Things are man made, people are thinking, that two dry rest, a sanitarium, a cadre activities center, what a senior university, as well as those old immortal three dynasties, four aides, as a valuable resource to develop, heart Spectacular world wide. She actually saw Li Jiaocheng appeared in the golden baby son, like ordering or instigating him to do something, the golden baby climbed out of the green belt difficult, crawling on the road, good all the way do not want to help him, drag him, drag He is one.

101 researcher. This Microsoft 070-480 Exam is not 070-480 Exam surprising, Programming in HTML5 with JavaScript and CSS3 because I didn t tell Microsoft Windows Store apps 070-480 him to Microsoft 070-480 Exam go offline for a few days. I Microsoft 070-480 Exam was the last to leave. He was still there. Without work, no house, no shop, I am depressed.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ