বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হাতিয়া, রাঙ্গামাটি ও মাদারীপুরের টেকেরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর তিনটি শাখা উদ্বোধন

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২১১তম শাখা হাতিয়ায়, ২১২তম শাখা রাঙ্গামাটিতে এবং ২১৩তম শাখা মাদারীপুরের টেকেরহাটে ৩০ শে ডিসেম্বর ২০২০, বুধবার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। ব্যাংকিং সেবাকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেয়ার লক্ষ্যে শাখাগুলো যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবস্থাপকবৃন্দ। এসময় বক্তব্যে তারা গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ