বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হার্টের সুস্থতার জন্য বেদানার জুস

প্রকাশঃ

বেদানা অত্যন্ত খাদ্যাগুনে পরিপূর্ণ এবং প্রচুর ওষুধি গুণে ভরপুর, এতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম,পলিফেলন এবং পুনিসিস থাকে। তাই বেদানা নানারকম রোগের হাত থেকে আমাদের রক্ষা করার ক্ষমতা রাখে।

হৃৎপিণ্ডে (হার্টে) অক্সিজেন সরবরাহ এবং ধমনিতে রক্ত চলাচল ভালো রাখতে বেদানার রস অত্যন্ত উপকারী। বেদানাতে প্রচুর পরিমানে পলিফেনল নামক আন্টি-অক্সিডেন্ট থাকে যা আমাদের ধমনীর দেওয়ালগুলিকে ফ্রি-র‍্যাডিকাল দ্বারা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। ফলে আমদের হৃদযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা কমে যায়।

পুষ্টিবিদরা বলেন, মাত্র তিন মাস ধরে প্রতিদিন সকালে এক কাপ পরিমাণ বেদানার জুস পান করলে হার্টের মাসলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। সেই সাথে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না বলে মনে করেন।

বেদানায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ফলিক অ্যাসিড, ভিটামিন-সি, সাইট্রিক অ্যাসিড ও ট্যানিন-সমৃদ্ধ বেদানা ত্বকের জন্যও উপকারী।

পুরুষদের ক্ষেত্রে বয়স হয়ে গেলে প্রস্টেট ক্যান্সারের সংক্রমণের আশংকা থেকে যায়। পুরুষদের ক্ষেত্রে PSA (প্রস্টেট স্পেসিফিক এন্টিজেন) অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিয়মত বা প্রতিদিন বেদানা খেলে এই PSA মাত্রা বাড়তে পারেনা। ফলে ক্যান্সার সংক্রমনের ভয় কমে যায়।

শীত-গ্রীষ্মের সময় ঠাণ্ডা, জ্বর, কাশি প্রভৃতি থেকে বাঁচার জন্য যে কেউ বেদানার জুস খেতে পারেন। ডায়রিয়ার সমস্যায়ও বেদানা ভালো ভূমিকা রাখে। ডায়রিয়া হলে দিনে দুই-তিনবার বেদানার জুস পান করলে তেমন আর কোনো সমস্যায় পড়তে হয় না।

এছাড়া গর্ভবতী নারী ও শিশুর শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এবং শিশুর ব্রেণ সুগঠিত করতে বেদানার রস অত্যন্ত উপকারী। বেদানার বিভিন্ন আন্টি অক্সিডেন্ট ও বায়ো একটিভ পলিফেলনস এছাড়া পুনিসিস অ্যাসিড আমাদের দেহে রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। গর্ভবতী নারীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে বেদানা খেতে বা বেদানার রস পান করতে পারেন।

F5 101 Certification Exam Is Updated Daily

He asked F5 101 Certification Exam her whether F5 101 Certification Exam there was a man in her mind who shook her head decisively.He said F5 Certification 101 what does it mean in your 101 Certification Exam dreams that the north and the north are F5 101 Certification Exam Small celery stunned startled, busy with a smile, so shy way, I asked a few big sister, where is the dream lover I said, is not you in the north So dream lover embraced his confidante. In particular, the Application Delivery Fundamentals wife is more and more lovely, no one does not envy, she clarified things, will calculate, by her main outside, up and down about the relationship between the water does not jump. To the effect that, or in the morning to pull the business day, say this is the wrong pier it Some say that the current F5 101 Certification Exam market is fiercely competitive and 101 Certification Exam can not sell good prices.

Zhen Long Chen categorically said F5 101 Certification Exam that no, how do you do that one Jiacheng talk show, I can let others chant Zhen Yilong serious solemn, stern warning, others buy the original shares of workers, is illegal, which have this great courage, ate F5 101 Certification Exam the leopard did not dare to go to the tiger s beard. A little abstraction, as Marx put it, In addition to the stubbornly unfair interest, F5 Certification 101 there is no connection other than ruthless cash transactions, F5 101 Certification Exam and it divides the sacred feelings of religious devotion, knightly zeal, little citizenship, Submerged in the cold of the egoistic intentions. Understand, http://www.examscert.com/101.html hot face to Ruijuan 101 Certification Exam cold buttocks, asking for funny, she has once again been completely disappointed disappointed. Greed so much pollution, can not pursue, hurt people, nothing.And she, as well as hard working college students, as well as blind alive, Li Jiaocheng, but to endure so much suffering and torture, God unfair, unfair fate Oh. We are not already, get along for almost five months now.He generally calm like a father, like a pastor Application Delivery Fundamentals general calm, calmly say, F5 101 Certification Exam no offense, fast dressing, obedient.

Huang old broken shoes spoke Two dogs, what are you going to talk F5 Certification 101 to me God is mysterious. Chen Baige F5 101 Certification Exam said. That F5 101 Certification Exam also allows my mother to Application Delivery Fundamentals do it 101 Certification Exam for you, so that you and your nephew http://www.testkingdump.com/101.html are healthy and healthy. F5 101 Certification Exam Two Dragons gave the call to Zhao Hongbing.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ