মঙ্গলবার, ২১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য ঢাকা ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

ঢাকা ব্যাংক পিএলসি আজ ২০ জানুয়ারী, ২০২৫ (সোমবার) গুলশানের নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মোহাম্মদ মারুফ, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন ও সমইয়োপযোগী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ আব্দুল বাকির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তার বক্তব্যেও সেবার উৎকর্ষতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।

জনাব মোসলে সাদ মাহমুদ, ঢাকা ব্যাংকের লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ইউনিটের হেড, জনাব আলতামাস নির্ঝর, জেনারেল সার্ভিসেস ডিভিশনের হেড, জনাব মো. আসিফ হোসেন, আইটি ডিভিশনের হেড, জনাব মোঃ আফতাব উদ্দিন, ঢাকা ব্যাংকের গুলশান সার্কেল-২ শাখার শাখা ব্যবস্থাপক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন-উল-হাসান, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা জনাব মোঃ বরকত হায়াত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ঢাকা ব্যাংক প্রাথমিক পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্ভারের সাথে এপিআই সংযোগ স্থাপনের মাধ্যমে ঢাকা ব্যাংকের শাখা ও উপ-শাখা থেকে ফি এবং কর সংগ্রহের ব্যবস্থা করবে। পরবর্তী পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা ঢাকা ব্যাংক মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো স্থান থেকে রিয়েল-টাইম ভিত্তিতে অনলাইনে ফি ও কর পরিশোধ করতে পারবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ