রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হোয়াটসঅ্যাপে ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ারের সুযোগ

প্রকাশঃ

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপে ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন। বিশ্বে প্রায় সব দেশেই রয়েছে এর কোটি কোটি ব্যবহারকারী। দিন দিন বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে নতুন নতুন সুবিধা আনছে।

এবার বড় ফাইল শেয়ার করার সুবিধা নিয়ে এলো মেটার মালিকানাধীন জনপ্রিয় সাইটটি। হোয়াটসঅ্যাপ ছবি থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্টস শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। খুব সহজেই ফাইল বা ছবির কোনো পরিবর্তন ছাড়াই পাঠানো যায়। তবে আগে এই অ্যাপের মাধ্যমে কেবল ১০০এমবি সাইজেরই ফাইল পাঠানো যেত।

একইভাবে জিমেইল -এ ২৫ এমবি এর বেশি বড় ফাইল পাঠানো যায় না। গুগল ড্রাইভের মাধ্যমে বড় সাইজের ফাইল শেয়ার করা যায় খুব সহজেই। তবে এবার থেকে হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠানোর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন।

প্রাথমিকভাবে এই সুবিধা চালু হয়েছিল আর্জেন্টিনায়। ধীরে ধীরে অন্যান্য দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও পাচ্ছেন এই ফিচার ব্যবহারের সুযোগ। এছাড়াও গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫১২জনকে যুক্ত করা যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ