সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

হ্যাকিং এর কবলে হোয়াটসঅ্যাপ: তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা

প্রকাশঃ

ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপ। ইউজারের গোপন তথ্য চুরির অভিযোগে উঠেছে। সুরক্ষা ভেঙে তথ্য ফাঁসের অভিযোগ স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। এরপরই চাঞ্চল্য ছড়িয়েছে। হোয়াটসঅ্যাপের তরফেও বিশ্বের ১৫০ কোটি ইউজারকে নতুন আপডেট দ্রুত ইনস্টলের অনুরোধ করা হয়েছে।  ম্যানুয়েলি আপডেট করতে হবে। কারণ যেহেতু অ্যাপটি হ্যাকারের নিয়ন্ত্রণে চলে গেছে।

হোয়াটসএ্যাপের মতো ইন্টারনেটে সেবার জনপ্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণই ছিল এর নিরাপত্তা। কেউ এতে কোনোভাবে ঢুকতে পারবে না, জানতে পারবে না, গোপনীয়তা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই স্পাইওয়্যার, যা ইসরায়েলে তৈরি বলে বলা হচ্ছে তা সেই নিরাপত্তা দেয়ালও ভাঙতে সক্ষম, নজরদারি করতে সক্ষম।

আপনার মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস নিরাপত্তায় আনতে সেটিংসের কিছু পরিবর্তন করে দেথুন:

ব্যাকআপ সেটিং বদলানোর: যদি আপনি নিজে বা আপনার কোনো বন্ধু আপনাদের মধ্যকার হোয়াটসঅ্যাপের কথাবার্তা আইক্লাউডে বা গুগলড্রাইভে ব্যাকআপ করে রাখেন তা হলে একটা সমস্যা আছে। সেটি কিন্তু এনক্রিপ্টেড নয় অর্থাৎ গোপনীয়তার সুরক্ষা এ ক্ষেত্রে কাজ করবে না। তাই গোপনীয়তা বজায় রাখতে চাইলে আপনি হয়তো ব্যাকআপ ডিজএ্যাবল অর্থাৎ অকার্যকর করে দিতে পারেন।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন: যে কোনো তথ্য নিরাপদ এবং অন্যের ধরাছোঁয়ার বাইরে রাখার জন্য মোবাইল বা ডিজিটাল ডিভাইসে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন একটা ভালো উপায়। এর মাধ্যমে আপনার অনলাইন অ্যাকাউন্টে আপনি নিজে ছাড়া অন্য কারো ঢোকার পথে একটা অতিরিক্ত নিরাপত্তা দেয়াল তুলে দেওয়া যায়। এটি আপনি সেটিংয়ে গিয়ে পরিবর্তনও করতে পারেন।

প্রাইভেসিতে গিয়ে সব অপশনগুলো দেখুন: হোয়াটসঅ্যাপ সহ অনেক অ্যাপেরই নানা রকম নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ব্যবস্থা আছে। আপনি যদি সেটিং>অ্যাকাউন্ট>প্রাইভেসিতে যান তাহলে আপনি সবই দেখতে পাবেন। সেখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রোফাইল ফটো, বা আপনি কোথায় ছিলেন বা আছেন তা কে কে দেখতে পারবেন।

Cisco 300-085 Test Online Sale

There is already a desire http://www.passexamcert.com in his heart to squirm to build the Shangjili Group Cisco 300-085 Test into a large scale multinational silk enterprise that is Cisco 300-085 Test not only in China but also in Asia and the whole Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) world. She knows that this is because the two sons have become officials. It Cisco 300-085 Test was a face that disappointed women, 300-085 Test especially Lily, but Li Li had CCNP Collaboration 300-085 already passed the age of appearance. Section 23 of the seventh section Cisco 300-085 Test is prosperous these days and has been busy dealing with people who come to ask for money.

If it is here, I can Cisco 300-085 Test guarantee that the factory can be built I hope that this experimental SAR can be extended to the mainland in the future. Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) Prosperity has now tasted the real rich taste no need to ask Cisco 300-085 Test for people everywhere, no need to be cautious, no more than a penny to calculate. She just wants to find out what happened on the Anliugang nearly two thousand years ago. The father has the right in the past, but this right is only the right and is given to you, not http://www.examscert.com for your life, once the right is received. CCNP Collaboration 300-085 Shang Cisco 300-085 Test Tian s mouth 300-085 Test suddenly opened, and slowly slammed on it.

I haven t cooked them yet. So I came back I fell back on Cisco 300-085 Test this bed when I got back to my mother. And Cisco 300-085 Test Lu Guihua came back this time, and she did not leave the house for 10 days. Kung Fu salvage because we can only care for the rushed present when we need peace, we return to the past when we need to rush, we will return to the present Liu Laopo squats My own black cotton python said to others Cisco 300-085 Test in the cold wind I can only care for myself now. According to Ms. Niang, her daughter was already very eye catching, fighting with people, playing and playing, but she ran to the house and ran back while screaming when she Implementing Cisco Collaboration Application v1.0 (CAPPS) ran home, she was In the basin and the noodles while waving his face, he rebuked his daughter CCNP Collaboration 300-085 The mad head runs wildly, and fights with people again The stop will make you beat you At this time, Grandpa that always stays The kindly old man with a goatee a 300-085 Test handful of a mother in http://www.testkingdump.com law to her arms Thanks to Jenny s long legs, she can run home in one go, fight with others and not suffer It can be seen that the mother in law has recovered her originality Already have some life tastes. The heart is not enough, but it s not enough to be eaten by the two scorpions Let us smile after 30 years.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ