গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আরও ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিন সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড করেছে দেশটি। করোনার থাবায় ভারতে এ পর্যন্ত মোট ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৩ হাজার ২৮৫ জনের প্রাণহানি হয়েয়ে। এই প্রথম দিনে ৩ হাজারের বেশি মৃত্যু দেখলো দেশটি। নতুন সংক্রমিত শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ছুঁইছুই।
এদিকে সংক্রমণ শনাক্তের শীর্ষে যথারীতি মহারাষ্ট্র। রাজ্যটিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয় ৬৬ হাজারের বেশি। রাজধানী দিল্লিতে আরও ২৪ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। ১৫টি রাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত ১০ হাজারের ওপর। এদিন দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুসহ ১১টি রাজ্য। ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৮০ হাজারের কাছাকাছি।