মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

৩০টি আইএসপির লাইসেন্স বাতিল

প্রকাশঃ

ত্রিশটি ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্ত মতে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অধীনে ইস্যু করা লাইসেন্সের মেয়াদ ৫ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই নবায়নের জন্য আবেদন করতে হয়। যেসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সেসব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর।

এতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠান এর আগে প্রাপ্ত আইএসপি লাইসেন্স সমর্পণের জন্য আবেদন জানিয়েছে এবং যেসব আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান জোনাল ও নেশনওয়াইড আইএসপি লাইসেন্সপ্রাপ্ত হয়েছে; সেসব প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স অকার্যকর। এসব লাইসেন্সের অধীনে এখন সব কার্যক্রম অবৈধ। বিটিআরসি প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সব পাওনা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ১ মাসের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ