রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অল্পের জন্য রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার ১৭৪ জন আরোহী

প্রকাশঃ

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ভারতের রাষ্ট্রয়ত্ব এয়ার ইন্ডিয়ার ১৭৪ জন আরোহী। মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার দুটি উড়োজাহাজ ভয়াবহ বজ্রপাতের কবলে পড়ে। ফলে উড়োজাহাজ দুটোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে একটি উড়োজাহাজ দিল্লি থেকে বিজয়ওয়াড়া যাচ্ছিল। ওই বিমানের কর্মী এবং যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে। অন্য একটি দিল্লি থেকে কোচিনগামী উড়োজাহাজের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এয়ার ইন্ডিয়া সুত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ১৭৪ জন আরোহী নিয়ে দিল্লি থেকে উড্ডয়ন করে এআই-৪৬৭ উড়োজাহাজটি। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটির অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অবতরণের কথা ছিল। কিন্তু মাঝ আকাশে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়ে। এতে উড়োজাহাজের ক্ষতি হলেও যাত্রী ও কর্মীদের কোনও ক্ষতি হয়নি।

এদিকে, এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কোচিনগামী অপর একটি উড়োজাহাজেও একই ঘটনা ঘটে। মাঝ আকাশে প্রবল বজ্রপাতের মধ্যে পড়ে যায় এয়ারবাস-৩২১ বিমানটি। এই ঘটনায় প্লেনটির কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ