মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশে যেসব বস্তু নিষিদ্ধ হলো

প্রকাশঃ

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ভিসা আবেদন কেন্দ্রে কোনো আবেদনকারী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এবং ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) এর ওয়েবসাইটেও এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নিয়মে ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশ যেসব বস্তু নিষিদ্ধ হলো: সব ধরনের ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট (যেমন- মোবাইল ফোন, ওয়াকিটকি ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার) নিয়ে প্রবেশ করা যাবে না।

ট্রাভেল ব্যাগ, ব্যাক প্যাক, ব্রিফকেস, স্যুটকেস, চামড়া/পাট/কাপড়ের ব্যাগ এবং জিপ ফোল্ডার)। এছাড়া সিলকৃত খাম বা প্যাকেজ, যেকোনো ধরনের দাহ্য উপাদান (যেমন- দেয়াশলাই বক্স, লাইটার, সিগারেট ও জ্বালানি ইত্যাদি), যেকোনো ধারালো উপাদান (যেমন- ছুরি, কাঁচি বা নেইল কাটার), যেকোনো ধরনের ধারালো অস্ত্র বা বিস্ফোরক নিয়ে প্রবেশ করা যাবে না।

শুধু একটি প্লাস্টিক ব্যাগে আবেদন-সংক্রান্ত কাগজপত্র বহনের অনুমতি দেয়া হবে।

নিরাপত্তাকর্মীর বিবেচনার ওপর ভিত্তি করে অন্যান্য যেকোনো সন্দেহজনক উপাদানও নিষিদ্ধ হতে পারে। ভিসার আবেদন প্রক্রিয়া চলাকালীন যেকোনো সময় নিরাপত্তাকর্মীরা আবেদনকারীর ব্যাগ তল্লাশির করতে পারবে।

নিরাপত্তাজনিত কারণে, ভিসা আবেদনকারীর সঙ্গে কোনো আগ্রহী ব্যক্তি (যেমন- বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন বা ব্যবসায়িক ভাবে পরিচিত কাউকে) আনার অনুমতি নেই। তবে ভিসা আবেদন কেন্দ্রে শ্রবণ-প্রতিবন্ধীর সাথে দোভাষীরা প্রবেশ করার অনুমতি পাবে। শারীরিক প্রতিবন্ধীদের সাথে অনুষঙ্গী হিসেবে কেন্দ্রের কর্মীরা সব সহযোগিতা করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ