বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে বড় ধরনের। এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইর।
এর আগে ২০১৯ সালের ১৩ মার্চ ডিএসইতে ৭০৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিশ্লেষণে দেখা যায়, এ দিন ডিএসইতে ৬৫৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৫১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫০৫ কোটি ৮৫ লাখ টাকা।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৩২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।