রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বব্যাপি করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ লাখ

প্রকাশঃ

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপি মৃত্যু প্রায় দুই লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এই পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ২৪৬ জন মারা গেছে। এছাড়া এদের মধ্যে ৭ লাখ ৯৮ হাজার ৭৭৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। শনিবার (২৫ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

ওই সংস্থার তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। এদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার পাঁচশ ১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার পাঁচশ ২৩ জনের অবস্থা গুরুতর।

সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার একশ ৮৫ জন। স্পেনে করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার সাতশ ৬৪ জন। মারা গেছে ২২ হাজার পাঁচশ ২৪ জন।

বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৯৮ জন। এদের মধ্যে মারা গেছে ১৪০ জন। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।

পর্যালোচনায় দেখা গেছে, গত দুই সপ্তাহেই বিশ্বে করোনায় এক লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ১০ লাখের মতো। তবে স্বস্তির বিষয় হলো, সপ্তাহখানেক ধরে যুক্তরাষ্ট্র ছাড়া প্রায় সব দেশেই সংক্রমণ ও মৃত্যুর হার কমছে।

গত ৩১ ডিসেম্বর উহানে নতুন করোনাভাইরাস শনাক্তের কথা জানায় চীন। বিশেষজ্ঞদের ধারণা, সেখানকার একটি বন্য প্রাণীর বাজার থেকে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। তবে এখনো ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মেলেনি কোনো কার্যকর প্রতিষেধক বা ওষুধ। এরই মধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি নাস্তানাবুদ। আর লকডাউনের মতো বিধি-নিষেধে খাদ্যসংকটে ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে খাদ্যের অভাবে বিপুল প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ