মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশঃ

রাজধানীর মালিবাগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বুঝিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে দুপুর ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

আলমগীর নামের এক শ্রমিক জানান, পাঁচ মাসের বেতন-ভাতা বকেয়া। বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। মালিকপক্ষ বেতন দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা এ আন্দোলনে নেমেছেন। পরে পুলিশ শ্রমিক বিক্ষোভের বিষয়টি তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিইএমইকে জানিয়েছেন। এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির জানান, শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ