১৩/০৫/২০২০ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্–উল ইসলাম, করোনা পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে অব্যাহত রাখার লক্ষ্যে ঢাকাস্থ কর্পোরেট শাখা প্রধানদের সাথে ভার্চুয়াল মিটিং করেন। কর্পোরেট শাখা গুলো হলো– প্রধান শাখা,বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা, গ্রীন রোড কর্পোরেট শাখা, ওয়াসা কর্পোরেট শাখা, তেজগাঁও কর্পোরেট শাখা, গুলশান কর্পোরেট শাখা, পুরানা পল্টন কর্পোরেট শাখা, রমনা কর্পোরেট শাখা, নবাবপুর রোড কর্পোরেট শাখা, বনানী কর্পোরেট শাখা, আমিন কোর্ট কর্পোরেট শাখা, মৌলভীবাজার কর্পোরেট শাখা, মহাখালী কর্পোরেট শাখা, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, বিওয়াপদা কর্পোরেট শাখা।
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মাহমুদুল আমীন মাসুদ, মহাব্যবস্থাপক,আইডি ও ট্রেজারি এবং মোঃ মনোয়ার হোসেন এফসিএ, মহাব্যবস্থাপক হেড অব আইসিসি এন্ড সিএফও। সভাটি আইডি এবং ট্রেজারি ডিভিশন এর তত্বাবধানে ও আইটি এন্ড এমআইএস ডিভিশনের সহযোগিতায় পরিচালিত হয়।
সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয় COVID-19 এর প্রেক্ষাপটে ব্যাংকের আমদানি রপ্তানি ও রেমিটেন্স ব্যবসা বৃদ্ধিসহ COVID-19 মোকাবেলায় সরকারের বিভিন্ন প্রণোদনা সল্প সময়ের মধ্যে সঠিকভাবে বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন।