সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ইন্টারনেট গ্রাহক ১০ কোটির উপরে

প্রকাশঃ

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। মোবাইল ইন্টারনেটই সাড়ে ৯ কোটি। বাকি ৮০ লাখ ৮৪ হাজার গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকই বৃদ্ধি পেয়েছে। এছাড়া চারটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যাও সাড়ে ১৬ কোটিতে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকও বাড়ছে। ইন্টারনেট ছাড়া এখন উপায় নেই। এটি টেলিযোগাযোগ খাতের একটি বড় সাফল্য। ইন্টারনেট গ্রাহকের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার গ্রাহক। বাকি গ্রাহকরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট সেবা পাচ্ছেন। এই সংখ্যা ৮০ লাখ ৮৪ হাজার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা গত ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। অল্প সময়ের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকও বেড়েছে ২২ লাখ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ