মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০৯ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭০০ বাংলাদেশী। সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আক্রান্ত ও মৃত বাংলাদেশীদের এ তথ্য জানিয়ে বলেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে করোনাভাইরাসে মৃত ও আক্রান্ত বাংলাদেশীদের তথ্য পেয়েছিলেন তিনি। সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশী মারা যান গত ২৪ মার্চ। সেখানে বাংলাদেশীদের সংক্রমণের কারণ হিসেবে ক্যাম্প বা ডরমেটরিতে গাদাগাদি করে থাকার বিষয়টি দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি কর্তৃপক্ষ আক্রান্ত ও মৃত বাংলাদেশীর যে সংখ্যা জানিয়েছে, প্রকৃতপক্ষে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সোমবারের সর্বশেষ হিসাব অনুসারে, সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন আড়াই হাজারেরও বেশি। সৌদির বাইরে মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা বাংলাদেশীরা করোনায় আক্রান্ত হয়ে চলেছেন। যদিও স্ব স্ব অবস্থানস্থলে অনেকের চিকিৎসাও চলছে।