শুক্রবার, ১১ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আগামী মাসেই হজ নিবন্ধনের টাকা ফেরত দেয়া হবে

প্রকাশঃ

বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালনের জন্য যারা নিবন্ধন করেছিলেন তাদের টাকা আগামী ১২ই জুলাই থেকে ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। বুধবার (২৪ জুন) দুপুরে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। টাকা ফেরত পেতে অনলাইনে আবেদন করতে হবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ নিবন্ধন সম্পন্ন করেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সীমিত সংখ্যক লোকনিয়ে এ বছর হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না। সৌদি আরব মঙ্গলবার বলছে, করোনাভাইরাসের কারণে কেবলমাত্র ‘খুব সীমিত সংখ্যক’ লোককে এ বছর হজ করার অনুমতি দেয়া হবে। যেখানে প্রতিবছর বিশ্ব থেকে প্রায় ২০ লাখ লোক একসাথে হজ পালন করে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘হজে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মানুষ।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ