রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল যুক্তরাষ্ট্রে

প্রকাশঃ

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী শনিবার (৮ আগস্ট) দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। গত এক দিনেও প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে প্রাণহানি বেড়ে ১ লাখ ৬৫ হাজার ৭০ জনে ঠেকেছে। নতুন করে ৫৪ হাজার ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ লাখ ৪৯ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে।

তবে দেশটিতে বেড়েছে সুস্থতার হার। এখন পর্যন্ত আক্রান্তদের অর্ধেক রোগী স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। যার সংখ্যা ২৬ লাখ ৩৮ হাজারের বেশি।

সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৫ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩১৩ জনের। ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৫ লাখ ২৬ হাজার পেরিয়েছে। ইতোমধ্যে সেখানে ৮ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪ হাজারের অধিক। যেখানে প্রাণহানি ঘটেছে ৮ হাজার ৫১০ জনের। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৪৯ হাজার। এর মধ্যে ৩২ হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে।

জর্জিজায় করোনার করোনা রোগীর সংখ্যা দুই লাখ ১৩ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে সেখানে ৪ হাজার ১৮৬ জন মানুষের। নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৯৪২ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এ ছাড়া ইলিনয়স, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ