রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল রাখার স্বার্থে অগ্রণী ব্যাংক লিমিটেড এর Visionery Leader ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এর দিক নির্দেশনায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের রপ্তানী ব্যবসার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত Guidelines & Circular এর প্রেক্ষিতে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট গত ০৯/০৮/২০২০ইং তারিখে “Guidelines on International Factoring” শীর্ষক একটি সময় উপযোগী ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যনার্জি, পরিচালক বিআইবিএম, এবং আহমেদ শাহিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড, বিশিষ্ট আলোচক হিসেবে যুক্ত হন।

উক্ত কর্মশালায় ব্যাংকের এডি শাখার প্রধানগণ (উপ-মহাব্যবস্থাপক/সহকারী মহাব্যবস্থাপক), শাখায় বৈদেশিক বাণিজ্যিক বিভাগে কর্মরত কর্মকর্তাসহ ৮৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান, মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসাইন (এফসিএ) সিএফও এবং হেড অব আইসিসি, মাহমুদুল আমীন মাসুদ এবং মোঃ মোজাম্মেল হোসেন এর উপস্থিতিতে কর্মশালাটি অত্যন্ত প্রানবন্ত হয় এবং অগ্রণী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ব্যবসার উন্নয়নকে আরও গতিশীল করা সেই সাথে ব্যাংকের সার্বিক উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্যে নানারকম দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সুসম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ