প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বন্ধ প্রেক্ষাগৃহ (সিনেমা হল) মালিকরা আবার চালু করতে চাইলে আর্থিকসহ নীতিসহায়তা দেয়ার কথা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমা হল মালিকদের সহায়তা করতে বিশেষ তহবিল গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, আগে প্রেক্ষাগৃহের মালিকদের আবেদন করতে হবে। তার পরিপ্রেক্ষিতে বন্ধ প্রেক্ষাগৃহ বাঁচাতে সরকার আর্থিক ঋণসহায়তার ব্যবস্থা করে দেবে।
শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্বের সময় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। পরে সভাশেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী জানান, সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। আর এসব বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা, বৈদেশিক ঋণসহায়তা থেকে ১ হাজার ২ কোটি ৪২ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৮২ কোটি ৬০ লাখ টাকা জোগান দেয়া হবে।