মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক ডিজিটাল প্লাটফর্মে “ICT Security Awareness” এর উপর দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ০৫ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে) “ICT Security Awareness” এর উপর দিনব্যাপী ২টি সেশনে এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ট্রেনিং প্রোগামের ২য় পর্বটি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ।

দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় আলোচকবৃন্দ সকল কর্মকর্তাকে আইসিটি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন এবং এ বিষয়ে আরো অধিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শাখার শাখা প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ-সহ ২টি সেশনে সর্বমোট ১৯৭৮ জন অংশগ্রহণকারী অনলাইনে উক্ত ট্রেনিং প্রোগ্রামে যোগদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ