ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। ওয়ার্ল্ডওমিটারসের হিসাব অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ভারতে ৯০ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।
দেশটিতে এ পর্যন্ত ৫৬ লাখ ৪০ হাজার ৪৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন। সুস্থ ৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন।
ব্রাজিলে ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৬৪৯ জন।
সারা বিশ্বে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৪৪১ জনে। সুস্থ ২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭১৪ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৭৫ হাজার ৩১৫ জন।