সোনালী ব্যাংক লিমিটেড, হাজারীবাগ শাখা, ঢাকা এর নতুন ভবন, ফকির উদ্দিন ভিলা, ৭৭ মনেশ্বর রোড, ঝিকাতলা এর ২য় তলায় স্থানন্তরিত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। এ সময়ে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: জাহিদুল হক সহ ব্যাংকের উর্দ্ধতন নিবাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস,ঢাকা ওয়েস্ট (রমনা), ঢাকার ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আলী আশরাফ আবু তাহের। প্রধান অতিথি সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর তার বক্তব্যে করোনা ভাইরাসের (ঈঙঠওউ-১৯) প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত কুটির,মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ/শিল্প (ঈগঝগঊ) সমূহের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় ২০(বিশ) হাজার কোটি টাকার ঋণ/বিনিয়োগ সুবিধা গ্রহণ/প্রদানের ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেডের উপর অর্পিত লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে এবং ব্যাংকের সার্বিক উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
সোনালী ব্যাংক লিমিটেড, হাজারীবাগ শাখা, ঢাকা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ