পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ নীতিমালা,২০১৯ এর আওতায় গৃহ নির্মণ ঋণ প্রদান কার্যক্রম শুধু করার নিমিত্তে অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ এর মধ্যে সমঝোতা স্মারক (Mou) অদ্য ১৫/১২/২০২০ তারিখ মঙ্গলবার অর্থ বিভাগের সভাকক্ষ, বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্বাক্ষিরিত হয়। উক্ত গঙট স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গঙট তে স্বাক্ষর করেন মোঃ এখলাছুর রহমান, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়, অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর এন্ড ট্রেজারার এ কে এম মুস্তাফিজুর রহমান আল-আরিফ। আরো উপস্থিত ছিলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, বিশ্বজিত ভট্টাচার্য্য খোকন এনডিসি, উপ-সচিব মোছাঃ নাজনীন সুলতানা, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক (সিএফও) মোঃ মনোয়ার হোসেন এফ সি এ,মহাব্যবস্থাপক ড.আব্দুল্লাহ আল মামুন।
অর্থ মন্ত্রণালয় ও অগ্রণী ব্যাংকের সাথে ইউজিসির গৃহ নির্মাণ ঋণ সমঝো স্বাক্ষর
পূর্ববর্তী নিবন্ধ