‘প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড’ (পিডিবিএল) এর ১২তম বার্ষিক সাধারণ সভা রবিবার, ডিসেম্বর ২০, ২০২০ তারিখে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পিডিবিএল এর সদস্য ১৪টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/সিইও ও তাদের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রেজারী প্রধানগণ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আতাউর রহমান প্রধান সভায় সভাপতিত্ব করেন।
সভায় পিডিবিএল এর ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী , আয় ব্যয় বিবরণী বিবেচনা এবং গ্রহনের জন্য উপস্থাপন করা হলে তা পর্যালোচনান্তে সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া ২০২০ সালের জন্য নিরীক্ষক হিসাবে মালেক সিদ্দিকী ওয়ালী চাটার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্মকে অনুমোদন প্রদান করা হয়।
সভায় ১৪ (চৌদ্দ) সদস্য বিশিষ্ট পিডিবিএল এর বোর্ড অব ডাইরেক্টরস নির্বাচন করা হয়। বোর্ড অব ডাইরেক্টরস এর সদস্যরা হলেন : (১) সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক লিমিটেড (২) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রনী ব্যাংক লিমিটেড, (৩) সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক লিমিটেড (৪) প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লিমিটেড (৫) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, যমুনা ব্যাংক লিমিটেড (৬) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (৭) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (৮) ব্যবস্থাপনা পরিচালক ,ন্যাশনাল ব্যাংক লিমিটেড (৯) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (১০) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক লিমিটেড (১১) ব্যবস্থাপনা পরিচালক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড (১২) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, উত্তরা ব্যাংক লিমিটেড (১৩) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। (১৪) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
বোর্ড অব ডাইরেক্টরগণ পরবর্তী ০১(এক) বৎসরের জন্য জনাব মো: আতাউর রহমান প্রধান, সিইও ও ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ব্যাংক লিমিটেড এবং জনাব সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে যথাক্রমে পিডিবিএল এর পর্ষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুন: নির্বাচিত করেন।
এছাড়া সভায় জনাব মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, যমুনা ব্যাংক লিমিটেডকে পিডিবিএল এর ১৪ (চৌদ্দ) সদস্যের টেকনিক্যাল কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।