মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের লন্ডন ফ্লাইট আপাতত চলবে

প্রকাশঃ

নতুন ভাইরাস আতঙ্কে গোটা ইউরোপ যুক্তরাজ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করলেও বিমান বাংলাদেশের ফ্লাইট চলবে আপাতত। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই বিমানের ঢাকা লন্ডন ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশ থেকে সর্বাধুনিক বিমান চলাচল করছে। এ মাসেও আরও একটি অত্যাধুনিক বিমান বহরে সংযুক্ত হবে। জানুয়ারিতে আরও দুটি আন্তর্জাতিক মানের বিমান আসবে। আপাতত যুক্তরাজ্যের সঙ্গে সকল ফ্লাইট চলবে। তবে সেখান থেকে আসা যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশে ঢুকতে দেয়া হবে। বিভিন্ন দেশ থেকে যারা যুক্তরাজ্য হয়ে বাংলাদেশে আসছেন, তাদের তথ্য আমরা সংগ্রহে রাখছি। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের সেবার মানোন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি ও উন্নয়নের বিরুদ্ধে যে-ই কাজ করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দেশের সব বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কক্সবাজার বিমানবন্দর হতে রাত-দিন ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করা হবে। এরপর ক্রমান্বয়ে দেশের অন্যসব বিমানবন্দর হতেও এ কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে সিনিয়র সচিব মহিবুল হক জানান, আগামী মাসেই বহুল প্রতিক্ষিত রাডার বসানোর কাজ শুরু করা হবে। ফ্রান্সের সঙ্গে ইতোমধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে আগামী মাসেই যেকোন মূল্যে ওয়ার্ক অর্ডার দেয়া হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান জানান, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারে সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন ভাইরাস আতঙ্ক ছড়ানোর পর বেবিচকও আগের তুলনায় আরও জোরদার করেছে স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থাপনা। এতে কোন ধরনের গাফিলতি করার সুযোগ নেই।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ