মহামারির মধ্যে সম্প্রতি উমরাহ পালনে অনুমতি দেওয়ায় ৫০ লাখ হজযাত্রী ও মুসল্লী মক্কায় অবস্থান করছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত কেউই করোনায় আক্রান্ত হননি। দিন কয়েক আগে এমন দাবি করেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেন্তেন।
চলমান মহামারির কারণে চলতি বছরের মার্চে ওমরাহ হজ পালন সাময়িক স্থগিত রাখে সৌদি সরকার। পরে জুলাইয়ে মাত্র ১ হাজার হজ পালনকারীকে বিশেষ ব্যবস্থায় এবারে হজ পালনের অনুমতি দেয় রিয়াদ।
এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর সৌদি সরকার চার ধাপে ধীরে ধীরে স্থগিতাদেশ তুলে দিয়ে পুনরায় ওমরাহ শুরুর ঘোষণা দেয়।