বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের বিশেষ ফ্লাইটে আজ ১০৬ প্রবাসী সিঙ্গাপুরে গেলেন

প্রকাশঃ

চলমান কঠোর বিধিনিষিধের মধ্যেও ১০৬ জন প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে গেলেন। তারা লকডাউনে আটকা পড়েছিলেন।

বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে ১০৬ জনকে নিয়ে বিমানের ওই বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

আটকে পড়া যাত্রীদের নিয়ে বিকেলে ঢাকা থেকে দাম্মামে একটি ও সন্ধ্যায় জেদ্দায় একটি বিশেষ ফ্লাইট যাবে। আর বিকেলে হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বিমানের একটি কার্গো ফ্লাইট।

করোনাভাইরাসের মহামারীর কারণে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রেখেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতোই চলবে।

এ ছাড়া কার্গো উড়োজাহাজ, বিশেষ বা চাটার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্সও এই সময়ে অনুমতি নিয়ে চলাচল করতে পারবে।

এর আগে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরুর সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখার কথা বলা হয়েছিল।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ