সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি উদ্বোধন করলো “এমটিবি ইয়াকিন” নামে এমটিবি ইসলামী ব্যাংকিং সেবা

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি গ্রাহকদের প্রত্যাশা, আকাক্সক্ষা, পছন্দ ও সার্বিক প্রয়োজনগুলো অনুধাবন করে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও সল্যুশন নিয়ে গ্রাহকদের জন্য উদ্বোধন করলো শরীয়াভিত্তিক ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’। শেখ কামালুদ্দিন আব্দুল্লাহ্ জাফরি, চেয়ারম্যান, এমটিবি শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়াভিত্তিক ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’-এর আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। এসময় ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন এমটিবি’র স্বতন্ত্র পরিচালক ও এমটিবি বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান, নাসরিন সাত্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মওলানা মুফতী হোসেন আহমেদ।

এছাড়াও এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ডাঃ সোফিয়া আজমি, ব্যবস্থাপনা পরিচালক, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি লিমিটেড, ক্যামব্রিজ, ইউ কে, মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড, শেখ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ, মেম্বার অব দ্য শরীয়াহ্ সুপারভাবজিরি কমিটি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ গ্রুপ রিস্ক অফিসার, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মোঃ আফজালুল ইসলাম, হেড অব এমটিবি ইসলামিক ব্যাংকিং ডিভিশন এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ