সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশঃ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ৯ জুন, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় আল-আরাফাহ্ টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ইন চার্জ) এইচ. টি. এম. কাদের নেওয়াজ। অনুষ্ঠান শেষে তারা উভয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক ও তাদের সন্তানেরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি ও টিউশন ফি তে বিশেষ ছাড় পাবেন। এছাড়া প্রতিষ্ঠানটি ব্যাংকের সঙ্গে সকল ধরনের হিসাব পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীরা বেতন, টিউশন ফিসহ যেকোনো লেনদেনে বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহাম্মদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনাল হেড মনির আহমেদ, হেড অব বিপিএমডি মোল্লা খলিলুর রহমান এবং এআইবিএল মহাখালী শাখার ব্যবস্থাপক জসিম আহমেদ চৌধুরী।

এ সময় আইএসইউ এর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কে. আহমেদ আলম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর চেয়ারপার্সন ড. ওলি আহাদ ঠাকুর, অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ লুৎফর রহমান, ডাইরেক্টর অ্যাডমিশন মোঃ গিয়াস উদ্দিন এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পিআর মোঃ রাইসুল এইচ. চৌধুরী।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ