সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

২৪ ঘন্টায় মৃত্যু ১৮৭, শনাক্ত ১২ হাজার ১৪৮

প্রকাশঃ

গত ২৪ ঘন্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এদিন ১২ হাজার ১৪৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। আজও টানা পঞ্চম দিনের মতো দেশে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ১২ হাজার ছাড়ানোর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২৭টি পরীক্ষাগারে ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন আর মারা গেছে ১৭ হাজার ৪৬৫ জন। সর্বশেষ ৮ হাজার ৫৩৬ জনের সুস্থতায় এ পর্যন্ত মোট সুস্থ হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৩৪৩। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ ও মৃত্যুহার ১ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৩ জন পুরুষ এবং ৭৪ জন নারী। মৃতদের ১৪৭ জন সরকারী হাসপাতালে, ২৮ জন বেসরকারী হাসপাতালে এবং ১২ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ১৬৬ জন এবং নারী ৫ হাজার ২৯৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে , গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৬, ৪১ থেকে ৫০ বছরের ৩০, ৩১ থেকে ৪০ বছরের ১১, ২১ থেকে ৩০ বছরের ৭ জন এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর বিভিন্ন সময়ে সংক্রমণের হার ওঠানামা করলেও দেড় মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। এর মধ্যে গত ৮ মে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের (করোনার ভারতীয় ধরন) সংক্রমণ শনাক্ত হয়। শক্তিশালী করোনার এ ধরন গত মাসের শুরুতে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠীগত সংক্রমণ ঘটায়। এতে দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ