সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের দাবিতে রামগতি-কমলনগরবাসীর মানববন্ধন

প্রকাশঃ

লক্ষীপুরের রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধের ৩১০০ কোটি টাকার একনেকে পাশকৃত প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার দাবিতে আজ (২৭ আগস্ট ২০২১) জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে রামগতি-কমলনগর এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মাদ গোলাম ফারুক পিংকু, সভাপতি, জেলা আওয়ামীলীগ লক্ষীপুর, ডঃ আশ্রাফ আলী চৌধুরী সারু, সহ-সভাপতি, রামগতি উপজেলা আওয়ামীলীগ, আবু নাসের, সাংগঠনিক সম্পাদক, রামগতি উপজেলা আওয়ামীলীগ, মেজবাহ উদ্দিন হেলাল (ভিপি হেলাল), আহবায়ক, রামগতি উপজেলা যুবলীগ, ফরহাদ উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, তাওহীদুল ইসলাম (সুমন), চেয়ারম্যান, চরগাজী ইউনিয়ন, রামগতি, হাসান মাকসুদ, চেয়ারম্যান, বড়খালী ইউনিয়ন, রামগতি, তানবীর আহমেদ জুয়েল, প্রচার সম্পাদক, রামগতি উপজেলা বি,এন,পি, আশরাফুল আলম হান্নান, মোঃ নুরউদ্দিন রোকসার, রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বাঁধ নির্মাণে ৩১০০ কোটি টাকার অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অতিতে আমরা এ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত বাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মিত বাঁধের মধ্যকার পার্থক্য দেখেছি। ২০১৪ সালে একই সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাঁধ যেখানে বছরে দশবারেরও অধিক সময়ে ভেঙে যায়, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বাঁধ এখন পর্যন্ত অক্ষত রয়েছে।

তাই তাঁরা আরও বলেন, নদীভাঙনে এই এলাকার জনগণের বাস্তুভিটা বিলীন হয়ে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। মেঘনা নদীতীরবর্তী এই বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বেঁচে থাকার এই স্বপ্ন নিয়ে কোন অনিশ্চয়তায় পড়তে চাই না।

মানববন্ধনে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা রামগতি-কমলনগরের নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছে ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ