করোনার মহামারীতে বিভিন্ন দেশে সরকার ঘোষিত লকডাউনে আটকেপড়া নাগরিকরা বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় থাইল্যান্ডে করোনায় আটকে পড়া আরও ২২ বাংলাদেশি ও থাই নাগরিক বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছে পৌঁছেছে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
আরও পড়ুন: নেপালে আটকেপড়াদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের বিদেশে করোনায় আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসেবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: বিমানের বিশেষ ফ্লাইটে আজ ১০৬ প্রবাসী সিঙ্গাপুরে গেলেন
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে সব ধরনের সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।