রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ষ্টাফদের গৃহ নির্মাণ ঋণ দেবে অগ্রণী ব্যাংক

প্রকাশঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ দেবে অগ্রণী ব্যাংক লিমিটেড। গত ১৯-০৯-২০২১ ইং তারিখে সরকারী ভর্তুকির গৃহ নির্মাণ ঋণ বিতরণ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়। উক্ত গৃহ নির্মাণ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। অগ্রণী ব্যাংক এর মহাব্যবস্থাপক (রাজশাহী সার্কেল) শামিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর মো. সুলতান-উল ইসলাম, অগ্রণী ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, এফসিএ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শিক্ষক এবং অগ্রণী ব্যাংক এর উচ্চ পর্যায়ের নির্বাহীগণ।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার অগ্রণী ব্যাংক এর এই মহতী উদ্যোগ এর প্রতি ধন্যবাদ জানিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথি অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম পদ্মাসেতুতে বৈদেশিক মুদ্রার যোগানদাতা অগ্রণী ব্যাংক মানুষের আবাসন চাহিদা মেটাতে সহজ, স্বচ্ছ প্রক্রিয়ায় ঋণ প্রদান করে মৌলিক অধিকার পূরণে তাঁর প্রতিশ্রুতির কথা পুর্নব্যক্ত করেন। এ সময় তিনি যোগাযোগ, বাসস্থান, শিল্প এবং ব্যবসা বাণিজ্যে অগ্রণী ব্যাংক এর বিভিন্ন অবদান এর কথা তুলে ধরেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ