সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ১০ শতাংশ কোটা বরাদ্দ রাখতে হবে

প্রকাশঃ

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ১০ শতাংশ কোটা বরাদ্দ রাখতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য । সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্ধারিত আসনের ১০ শতাংশ বাদ রেখে শূন্য আসনের ঘোষণা দিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৩ নভেম্বর) মাউশি থেকে জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ভর্তির ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির শূন্য আসনের ১০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করলে তাদের শূন্য ১০ শতাংশ কোটায় ভর্তি করতে হবে।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই উল্লেখিত আসনের বাইরে শিক্ষার্থীকেও ভর্তি করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রস্তুতকরা সফটওয়্যারে ষষ্ঠ শ্রেণিতে মোট শূন্য আসনের ১০ শতাংশ অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। বিষয়টি সবাইকে অবহিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ বয়স নির্ধারণ করেছে মাউশি। অর্থাৎ ছয় বছরের নিচের কেউ প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

নতুন বছরে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা ও সময়সীমা জারি করা হয়েছে। সম্প্রতি মাউশির জারি করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ