শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

অ্যাপলের হেডসেট আইফোন ছাড়াই কাজ করবে

প্রকাশঃ

আগামী বছরের কোনো এক সময় অগমেন্টেড রিয়েলিটি (এআর) বা ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট উন্মোচন করবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। নতুন প্রকাশিত তথ্যানুযায়ী হেডসেটটি ম্যাকের মতো শক্তিশালী হবে। এমনকি আইফোন ছাড়াও ব্যবহার করা যাবে।

৯টুম্যাকে প্রকাশিত অ্যাপলের গবেষক মিং চি কুর সর্বশেষ ইনভেস্টরস নোট সূত্রে এ তথ্য জানা গেছে। কু বলেন, কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ম্যাকের সমান কম্পিউটিং সক্ষমতা দিয়ে হেডসেটটি বাজারে আনবে। এতে যে চিপ ব্যবহার করা হবে, তা বাজারে থাকা অন্যান্য এআর হেডসেটের চেয়ে ব্যতিক্রম। গবেষকের তথ্যানুযায়ী, আগামী ১০ বছরের মধ্যে অ্যাপল আইফোনের জায়গায় অগমেন্টেড রিয়েলিটিকে (এআর) স্থলাভিষিক্ত করার পরিকল্পনা নিয়েছে, যার প্রথম ধাপ হচ্ছে এ হেডসেট।

২০২২ সালে অ্যাপল পণ্য বাজারজাতে যে সময় নির্ধারণ করেছে সেটি মিং চি কুর চতুর্থ প্রান্তিকের পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। তিনি বলেন, ম্যাকবুকে যে এমওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ প্রসেসরগুলোতে এর সমপরিমাণ কম্পিউটিং সক্ষমতা থাকবে। অন্যদিকে কমদামি প্রসেসরে সাধারণ কম্পিউটিং সক্ষমতা থাকবে। অ্যাপলের এআর হেডসেটে সনির দুটি ফোরকে মাইক্রো ওলেড ডিসপ্লে প্যানেলের পাশাপাশি ভিআর ব্যবহারের ফিচারও থাকতে পারে বলে আশা প্রকাশ করেছেন মিং চি।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ