শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে ৩৬ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী

প্রকাশঃ

শনিবার (১ জানুয়ারি) সারাদেশে করোনার টিকার ৮ লাখ ৭৮ হাজার ৭৯৪ ডোজ দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ স্কুল শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৭১ হাজার ৯১০ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন : আরও ৩ রোগীর দেহে ওমিক্রন শনাক্ত

শিক্ষার্থীসহ শনিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৫৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে। আর শনিবার (১ জানুয়ারি) ২ লাখ ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৬৬৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ৪১ লাখ ৬২২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ