শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

২০২২ সালে ৫টি আন্তর্জাতিক গেমসে অংশ নেবে বাংলাদেশ

প্রকাশঃ

২০২২ সালে ৫টি আন্তর্জাতিক গেমসে অংশ নেবে বাংলাদেশ। শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেছেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিওএ সভাপতি আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির অধীনে বিভিন্ন আন্তর্জাতিক গেমসে বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো ফলাফল করবে।

এ বছর বাংলাদেশ যে ৫ গেমসে অংশ নেবে সেগুলো হলো- সপ্তম চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস, ২২তম কমনওয়েলথ গেমস, পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস, ১৯তম এশিয়ান গেমস ও চতুর্থ এশিয়ান ইয়ুথ গেমস।

আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট সপ্তম চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস হবে রাশিয়ার ভ্লাদিভোস্কোতে। এরপর কমনওয়েলথ গেমস হবে যুক্তরাজ্যের বার্মিংহামে, ২৮ জুলাই থেকে ৮ আগস্ট। ইসলামিক সলিডারিটি গেমস হবে ৯ থেকে ১৮ আগস্ট কেনিয়ার তুরস্কে, এশিয়ান গেমস হবে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হেংজুয়ে এবং এশিয়ান ইয়ুথ গেমস হবে চীনের শান্তাও তে ২০ থেকে ২৮ ডিসেম্বর।

এছাড়া বিওএর ঘরোয়া আয়োজন দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শহীদ শেখ কামালের নামে আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। যুব গেমস আয়োজনের সকল প্রস্তুতির গ্রহণের জন্য একটি সাংগঠনিক কমিটি গঠনের জন্য বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ