রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে ৫৮ লাখ ১৩ হাজার মানুষ করোনার টিকার বুস্টার ডোজ পেয়েছেন

প্রকাশঃ

দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধের টিকার তৃতীয় অথ্যাৎ বুস্টার ডোজ পেয়েছেন ৫৮ লাখ ১৩ হাজার ৪৬ জন। টিকা কার্যক্রমের শুরুর পর এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৮৪৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ১১ লাখ ৫৭ হাজার ৯২৬ জন মানুষ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, শনিবার (১৯ মার্চ) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৩৫ হাজার ৪২৬ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৭ হাজার ২৯৩ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ২৪৬ জনকে।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসনের টিকা -দেওয়া হয়েছে।

গত বছরের ১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ১৬০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ১৭১ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩০ লাখ ৬৯ হাজার ৯৩৫ শিক্ষার্থী দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন : ফাইজারের পর মডার্না চতুর্থ ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে চার হাজার ২৮৬ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ২৯ হাজার ২৭০ জন।

এদিকে দেশে এ পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ২১৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ